TUDA বোর্ড মিটিং-এ সভাপতিত্ব করছেন চেয়ারম্যান ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার:আজ TIFT হল রুমে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি (TUDA)-র একটি গুরুত্বপূর্ণ বোর্ড সভার সভাপতিত্ব করেছেন চেয়ারম্যান ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।সভায় চলমান উন্নয়নমূলক কাজ, শহরের অবকাঠামো উন্নয়ন, ও জনসেবাকে আরও আধুনিক ও নাগরিক-বান্ধব করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য একটাই—একটি পরিষ্কার, স্মার্ট এবং আধুনিক নাগরিক-বান্ধব ত্রিপুরা গড়ে তোলা।
