SIR ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভে ‘ইন্ডিয়া’ জোট, পাশে তৃণমূলও — দফায় দফায় মুলতুবি অধিবেশন।
SIR ইস্যুতে ফের উত্তাল সংসদ, বিরোধী বিক্ষোভে ঐক্যবদ্ধ ‘ইন্ডিয়া’ শিবিরSIR নিয়ে আলোচনার দাবিতেই ফের জোটবদ্ধ হয়ে রাস্তায় নামল ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। সংসদের মূল ফটকে বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেসসহ সকল বিরোধী দল। একইসঙ্গে সংসদের ভেতরেও SIR প্রসঙ্গে তাত্ক্ষণিক আলোচনার দাবি জানিয়ে স্লোগানে সরব বিরোধী শিবির।সরকারের নড়চড়হীন অবস্থানের ফলেই মঙ্গলবারও একাধিকবার মুলতুবি করতে হয় লোকসভার অধিবেশন। সোমবারও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে শীতকালীন অধিবেশনের প্রথম দুই দিনেই অচল হয়ে পড়ল সংসদ ভবন।আলোচনার দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী শিবির। তাঁদের অভিযোগ—“SIR ইস্যুতে সরকার কেন কথা বলতে ভয় পাচ্ছে?”বিক্ষোভে অংশ নিয়ে তৃণমূল-সহ বিরোধী নেতাদের দাবি—গণতন্ত্র রক্ষার লড়াই চলবে। SIR নিয়ে আলোচনা না হলে সংসদেও, রাস্তাতেও বিক্ষোভ জারি থাকবে।
