NH-8 চার লেন সম্প্রসারণ প্রকল্প নিয়ে সচিবালয়ে পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও উচ্চপদস্থ আধিকারিকগণ
আগরতলা:রাজ্যের সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক ও পরিবহণ ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে আসাম-আগরতলা জাতীয় সড়ক (NH-8)–এর মজলিশপুর বিধানসভাস্থিত রানীরবাজার অগ্নি নির্বাপক স্টেশন থেকে মাধববাড়ি আন্তঃরাজ্য বাস টার্মিনাস (ISBT) পর্যন্ত অংশের ৪ লেন সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে।

এই সড়ক সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি এবং জমি সংক্রান্ত অমীমাংসিত সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আজ সচিবালয়ে আহুত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।বৈঠকে উপস্থিত ছিলেন:পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যেNHIDCL–এর কর্মকর্তারাপূর্ত দপ্তরের (ন্যাশনাল হাইওয়ে) বিভাগের মুখ্য বাস্তুকার, তত্ত্বাবধায়ক বাস্তুকারসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাবৈঠকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও বাস্তবায়নমূলক বিষয় উপস্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা এখনও রয়ে গেছে, সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি জানান,“রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সুপরিকল্পিত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে NH-8 চার লেন সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন করার জন্য সকলে সমন্বিতভাবে কাজ করুন।”রাজ্য সরকারের লক্ষ্য— অর্থনৈতিক উন্নয়ন, পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং জনগণের সুবিধার্থে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
