
মুম্বইয়ের দাদার পশ্চিমে অবস্থিত বীর সাভারকর হলে আগামী ২৫ অক্টোবর, শনিবার বিকেল ৪টা থেকে ১৫তম O.N.E. India Award 2025 সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।ত্রিপুরা রাজ্যের মোলসোম জনজাতির সমাজসেবক মদন হরি মোলসোমকে তার সমাজ, সংস্কৃতি এবং সম্প্রদায়ের মূল্যবোধ সংরক্ষণের জন্য সম্মাননা প্রদান করা হবে। তিনি দীর্ঘদিন ধরে ধর্মান্তরণের প্রভাব থেকে নিজের সমাজকে রক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী প্রলহাদ জোশী উপস্থিত থাকবেন। এছাড়া তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিজেপি নেতা এবং মাই হোম ইন্ডিয়ার অন্যতম সদস্য সুনীল দেওধরেরও উপস্থিতি থাকবে।এই অনুষ্ঠানে সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন রাজ্যের প্রতিনিধি উপস্থিত থাকবেন।স্থান: বীর সাভারকর হল, শিবাজি পার্ক, দাদার (পশ্চিম), মুম্বইতারিখ ও সময়: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, বিকেল ৪টা থেকে

