সাংবাদিক সম্মেলনে নন্দীর জয়পুর গাজী বাবার মাজারের চারদিনব্যাপী মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরছেন মাজার পরিচালন কমিটির সদস্যরা।
প্রায় ৪০০ বছরের প্রাচীন নন্দীর জয়পুর গাজী বাবার মাজার আজও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই মাজারকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষের মিলনস্থল হিসেবে গড়ে উঠেছে এক অনন্য ঐতিহ্য।গত প্রায় ১০ বছর ধরে এলাকার হিন্দু-মুসলিম মিলিত প্রায় ৪০ জন সদস্য নিয়ে গঠিত একটি পরিচালন কমিটি গাজী বাবার বার্ষিক ওরশ উপলক্ষে নানান সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। চলতি বছরও আগামী ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত চারদিনব্যাপী ব্যাসী মিলন মেলার আয়োজন করা হয়েছে।

মেলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। চারদিন ধরে চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলাকার বিধায়ক ও মেয়র দীপক মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য, নিতু দে গুপ্ত, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য ও জসীম উদ্দিন।সোমবার এক সাংবাদিক সম্মেলনে মাজার পরিচালন কমিটির সভাপতি সুরুল দাস, ভাইস প্রেসিডেন্ট শাহাজাহান মিয়া, সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সেলিম মিয়া এবং গফুর মিয়া মেলার সার্বিক বিষয় তুলে ধরেন।এই মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যকে আরও মজবুত করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।
