সাব্রুমে আটক পাকিস্তানি মহিলা! নেপালের জেল থেকে পলাতক অভিযুক্ত পারভীনকে জিজ্ঞাসাবাদে পুলিশনিজস্ব প্রতিনিধি, সাব্রুম, শনিবার রাতঃশনিবার রাতে সাব্রুম রেল স্টেশনে এক পাকিস্তানি মহিলাকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক মহিলার নাম পারভীন, তিনি পাকিস্তানের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।সূত্রের খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে সাব্রুম রেল স্টেশনে নামতেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পারভীন সম্প্রতি নেপালের এক জেল থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছেন।তিনি কীভাবে নেপাল থেকে ভারতের ভেতরে প্রবেশ করলেন, কার সাহায্যে সাব্রুম পর্যন্ত এলেন, এবং তাঁর উদ্দেশ্য কী — তা খতিয়ে দেখছে প্রশাসন।বর্তমানে সাব্রুম থানায় তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিএসএফ ও রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা এই ঘটনার তদন্তে নেমেছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনাকে ঘিরে।
