আগরতলা ILS হাসপাতাল, যেখানে মৃত রোগীকে চিকিৎসা করার অভিনয়ের অভিযোগ উঠেছে।
আগরতলা, প্রতিনিধি:আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আগরতলার বেসরকারি ILS হাসপাতাল। মৃত রোগীকে চিকিৎসার অভিনয় করে টাকা আদায়ের অভিযোগ তুলেছেন মৃতার পরিবার।রবিবার সকালে উত্তর জেলার পেঁচারতলী এলাকা থেকে হার্টজনিত সমস্যা নিয়ে ভর্তি করা হয় ৪০ বছরের অনামিকা মল্লিক সরকারকে। পরিবারের অভিযোগ, মাত্র চার ঘণ্টার চিকিৎসার জন্য ৪৫ হাজার টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রোগীর কাছে যেতে চাইলে ওয়ার্ডে উপস্থিত নার্সরা পরিবারকে বাধা দেন এবং দুর্ব্যবহার করেন।পরিবারের দাবি, জোর করে ওয়ার্ডে ঢোকার পর তারা দেখতে পান রোগী ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। তবুও চিকিৎসক ও নার্সরা মনিটর ও যন্ত্রপাতি চালিয়ে ‘চিকিৎসা চলছে’ বলে চিকিৎসার অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। পরিবারের মতে, এটি শুধু টাকা আদায় এবং সত্য গোপনের উদ্দেশ্যেই করা হয়েছে।

ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
