মাছের কার্টুনে লুকানো অবস্থায় জব্দ করা ২৫৮ কেজি গাঁজা—চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের অভিযান
চুরাইবাড়ি, শুক্রবার:মাছ বহনকারী গাড়ির আড়ালে গাঁজা পাচারের অপচেষ্টা ব্যর্থ করলো অসম চুরাইবাড়ি পুলিশ। শুক্রবার সকালে ত্রিপুরা থেকে অসমে প্রবেশের সময় অর্ধ কোটি টাকার বেশি মূল্যের প্রায় ২৫৮ কেজি শুকনো গাঁজা সহ একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের তল্লাশি দেখে সুযোগ বুঝে গাড়ি চালক পালিয়ে যায়।সূত্রের খবর, শুক্রবার সকাল প্রায় ৮টা নাগাদ আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে রওনা হওয়া TR-08E-1531 নম্বরের একটি মহিন্দ্রা বোলেরো গাড়ি ত্রিপুরা সীমান্ত পার হয়ে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে আসে। সেই সময় পুলিশের রুটিন চেকিং চলছিল। অন্যান্য গাড়িতে তল্লাশি দেখে সন্দেহজনক ওই গাড়ির চালক গাড়ি রেখে সটকে পড়ে।চালক না থাকায় পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মাছের কার্টুন ও অন্যান্য বাক্সের ভিতর লুকিয়ে রাখা ২৮৯ প্যাকেটের মধ্যে ২৫৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজার কালোবাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা হবে বলে অনুমান।অভিযানটি পরিচালনা করেন চুরাইবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলি। পুলিশ জানিয়েছে, ঘটনায় NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং পলাতক চালকের খোঁজ জোরদার করা হয়েছে।অসম পুলিশের ধারাবাহিক সাফল্যগত এক সপ্তাহে ত্রিপুরা থেকে বিচিত্র পথে অসমে গাঁজা পাচারের একাধিক চেষ্টাকে নস্যাৎ করেছে অসম পুলিশ। পাথারকান্দি, রাতাবাড়ি ও বাজারিছড়া থানার অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৮ কোটি টাকার গাঁজা। চুরাইবাড়ি পুলিশের এ সাফল্য আবারও প্রমাণ করলো—“নেশার বিরুদ্ধে জেহাদ—অসম পুলিশের নজর এড়ানো অসম্ভব।”
