ওভাল অফিসে শপথ নিচ্ছেন সার্জিও গোর — যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নয়াদিল্লিতে দায়িত্ব নিলেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এই কূটনীতিক।
ভারতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর (Sergio Gor)।৩৮ বছর বয়সী এই তরুণ কূটনীতিক বলেন, নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করতে তিনি অত্যন্ত উৎসাহী এবং কৃতজ্ঞ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতি, যিনি তাঁকে এই সুযোগ দিয়েছেন।ওভাল অফিসে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স (J.D. Vance) তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বয়ং রাষ্ট্রপতি ট্রাম্প।সার্জিও গোরের নিয়োগকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও গভীর করার দিকেই মনোনিবেশ করবেন তিনি বলে জানিয়েছেন।বিশ্লেষকদের মতে, গোরের নিয়োগ “US–India Strategic Partnership”-এর নতুন দিগন্ত খুলে দিতে পারে।
