বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া — ফাইল ছবি
ঢাকা | ৩০ ডিসেম্বর:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং গত প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
বিস্তারিত আসছে…
