
আগরতলা, ৫ নভেম্বর ২০২৫, বুধবার:“বন্দেমাতারম্” সংগীতের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ মহাকরণে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী জানান, “বন্দেমাতারম্” শুধু একটি সংগীত নয়, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের আত্মা ও অনুপ্রেরণা। এই মহান সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হবে।

প্রায় এক বছর ধরে চলবে এই বিশেষ কর্মসূচি, যার অন্তর্গত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, কবিতা ও সংগীত প্রতিযোগিতা, পাশাপাশি স্কুল–কলেজ পর্যায়ে সচেতনতা কর্মসূচি।মন্ত্রী বলেন,> “আমাদের আগামী প্রজন্ম যেন ‘বন্দেমাতারম্’-এর ইতিহাস, তাৎপর্য ও দেশপ্রেমের বার্তা সম্পর্কে জানে — এই উদ্দেশ্যেই আমরা বছরব্যাপী উদযাপনের পরিকল্পনা নিয়েছি।”
