ডিএম অফিস রিক্রেয়েশন ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে জেলাশাসক ও ক্লাব সদস্যরা।
তারিখ : ৩ ডিসেম্বর ২০২৫, বুধবারপশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে নব নির্মিত ও নবরূপে সজ্জিত ডিএম অফিস রিক্রেয়েশন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ, বুধবার। জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জেলাশাসক ডঃ বিশাল কুমার ফিতা কেটে এই ক্লাবের শুভ উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক্রেয়েশন ক্লাবের সভাপতি অরুপ দেব, সম্পাদক দীপঙ্কর দত্ত, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও কর্মীরা। উদ্বোধনী পর্বে ক্লাবের উদ্দেশ্য, কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি, কর্মপরিবেশে ইতিবাচকতা সৃষ্টি এবং সাংস্কৃতিক–ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে অফিসের ঐক্যবদ্ধতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উদ্বোধনের পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে এক মানবিক কর্মসূচিরও আয়োজন করা হয়।এদিন শান্তিকালী আশ্রমে শীতবস্ত্র বিতরণ, এবং এলাকার দুস্থ মানুষদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলাশাসক ডঃ বিশাল কুমার ও অন্যান্য উপস্থিত অতিথিরা। আশ্রমের বাসিন্দা ও সুবিধাভোগীদের মুখে আনন্দের ছাপ দেখা যায়।সমগ্র আয়োজনটি কর্মীদের মধ্যে উৎসাহ, সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতনতা এবং প্রশাসনের মানবিক মুখকে আরও উজ্জ্বল করে তুলেছে। জেলা প্রশাসন ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও কর্মীবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
