আগরতলা পৌর নিগমের ৩২ নং ওয়ার্ডে জল সরবরাহ পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। পাশে উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ
আগরতলা | ৩০ ডিসেম্বর ২০২৫:প্রতি ঘরে পানীয় জল সুনিশ্চিত করতে আগরতলায় বড় উদ্যোগ, ৩২ নং ওয়ার্ডে জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীরপ্রতিবেদন:প্রতি ঘরে বিশুদ্ধ, নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা জল বোর্ডের উদ্যোগে আগরতলা পৌর নিগমের অন্তর্গত ৩২ নং ওয়ার্ডে একটি অত্যাধুনিক জল সরবরাহ পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করা হয় গতকাল, সোমবার (৩০ ডিসেম্বর)। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করেন।

এই প্রকল্পের আওতায় ৫.৫ এমএলডি (মিলিয়ন লিটার পার ডে) ক্ষমতাসম্পন্ন একটি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে, যার মাধ্যমে ভূগর্ভস্থ জল পরিশোধন করে নাগরিকদের কাছে সরবরাহ করা হবে। পাশাপাশি ১০০০ কিলোলিটার ধারণক্ষমতার একটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় জল সরবরাহ করা হবে। এছাড়াও প্রকল্পের অংশ হিসেবে ৫টি ডিপ টিউবওয়েল স্থাপন এবং প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ জল সরবরাহ পাইপলাইন বসানো হবে।এই পরিকাঠামো সম্পূর্ণ হলে আগরতলা পৌর নিগমের ৩২ নং ওয়ার্ড সহ সংলগ্ন এলাকার হাজার হাজার পরিবার নিয়মিত ও বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে গ্রীষ্মকালে ও চাপ কমে যাওয়ার সময় যে জল সংকট দেখা দিত, তা অনেকাংশে দূর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। নগর এলাকার জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখেই এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়।

শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বলেন, রাজ্য সরকার নাগরিক পরিষেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং পানীয় জল মানুষের মৌলিক অধিকার। শহর ও গ্রামীণ—উভয় এলাকাতেই সমানভাবে উন্নত জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারদের নির্দেশ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও ত্রিপুরা জল বোর্ডের আধিকারিক, আগরতলা পৌর নিগমের কর্পোরেটরবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

