উপ্তাখালি বাজারে ভয়াবহ দুর্ঘটনা—সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় চুরমার হাই স্পিড টমটম, গুরুতর আহত চালক।
পানিসাগর প্রতিনিধি:পানিসাগর থানাধীন উপ্তাখালি বাজারে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই বারো চাক্কার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি হাই স্পিড টমটমকে সজোরে ধাক্কা দিলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার ফলে টমটম চালকের একটি হাত ভেঙ্গে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহত চালককে উদ্ধার করে উপ্তাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।
