
আজ নির্বাচনী প্রচারে যাওয়ার পথে বিহারের পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।দু’জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনাও হয় বলে সূত্রে জানা গেছে।মুখ্যমন্ত্রী জানান, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবাই একসঙ্গে কাজ করছেন, আর এই সাক্ষাৎ সেই সম্পর্ককেই আরও দৃঢ় করবে।
