
১৫ নভেম্বর: আজ সন্ধ্যায় অর্থাৎ বুধবার নয়াদিল্লিতে ভারতের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি–এর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।সাক্ষাতে মুখ্যমন্ত্রী রাজ্যের চলমান উন্নয়নমূলক উদ্যোগ, অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, ত্রিপুরার সার্বিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা অত্যন্ত মূল্যবান।তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তাঁর অবিচল সমর্থন ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
