হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসাবলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে বুধবার সকালে ছাড়া দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, বর্তমানে তাঁর স্বাস্থ্য স্থিতিশীল ও আশঙ্কামুক্ত। তবে পূর্ণ আরোগ্যের জন্য কিছুদিন বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসা চলবে।গত সপ্তাহে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে হাসপাতালের এক চিকিৎসক জানান —> “ধর্মেন্দ্রজির অবস্থা অনেকটা ভালো। এখন থেকে তাঁকে বাড়িতে পর্যবেক্ষণে রাখা হবে।”অভিনেতার পরিবার থেকেও জানানো হয়েছে যে, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞ।
