
আগরতলা: ধনতেরাস ও ধনলক্ষ্মী উপলক্ষে আগরতলার আরণ্যক জুয়েলার্সে শুরু হয়েছে এক বিশেষ অফার, যা ১৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়কালজুড়ে রবিবারও শোরুম খোলা থাকবে।আরণ্যক জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফারে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা। প্রতি গ্রাম সোনার গয়নায় মিলছে ৫২৫ টাকা ছাড়, আর হীরের গয়নার মজুরীতে ১০০% ছাড় প্রদান করা হচ্ছে। এছাড়াও কোনাকাটার প্রতিটি ক্রয়ে থাকছে নিশ্চিত উপহার, দৈনিক লাকি ড্র-এ জিততে পারবেন হোম এপ্লায়েন্স, এবং মেগা ড্র-এ রয়েছে তিনটি আকর্ষণীয় স্কুটি।

পুরানো হলমার্ক গয়নার বিনিময়েও অফার দেওয়া হয়েছে, যেখানে যেকোন দোকানের পুরানো গয়নার ১০০% মূল্য প্রদান করা হবে। বিশেষ এই অফারে শোরুমে সোনা ও রুপোর মুদ্রাও পাওয়া যাবে।আরণ্যক জুয়েলার্সের শোরুমে সতর্কতার সঙ্গে নির্বাচিত সন্তার, বিশ্বস্ততার প্রতিশ্রুতি এবং আরণ্যকের স্বাক্ষর আতিথেয়তা থাকছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অফার শুধুমাত্র মূল্য ছাড়ের তালিকা নয়, এটি তাদের পক্ষ থেকে গ্রাহকদের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতিফলন।শোরুমে আসা প্রতিটি গ্রাহককে গয়না কেবল অলংকার নয়, সম্পর্কের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা হবে
3
