“Unity Promo Fest 2025 নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী—ত্রিপুরায় আসছেন দেশ–বিদেশের ১২২ জন ট্যুর অপারেটর।”
ত্রিপুরা রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে Unity Promo Fest 2025। এ উপলক্ষ্যে রাজ্যের পর্যটন খাতকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে নেওয়া হয়েছে একাধিক বিশেষ উদ্যোগ।পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে জানান, গত বছর যেখানে ৭৮ জন ট্যুর অপারেটর ইউনিটি প্রোমো ফেস্টে অংশ নিয়েছিলেন, এবারে সেই সংখ্যা আরও বাড়ছে। দেশের ২৭টি রাজ্য থেকে মোট ১২২ জন ট্যুর অপারেটর ত্রিপুরায় যোগ দিতে চলেছেন। পাশাপাশি থাইল্যান্ড, মায়ানমার, ভুটান ও মালয়েশিয়া থেকেও ট্যুর অপারেটররা রাজ্যে আসবেন। এতে ত্রিপুরার আন্তর্জাতিক পর্যটন সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বলে আশা দপ্তরের।🔹 তিন ধরনের পাসের ব্যবস্থাসাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের আইহজ (আইন শূলচা) মনচাক ইঙ্গার জানান—স্বামী বিবেকানন্দ ময়দানে দর্শকদের প্রবেশের জন্য মোট ৮টি গেট থাকবে। এর মধ্যে—VVIP-এর জন্য আলাদা গেটVIP ও আমন্ত্রিত অতিথিদের জন্য দুইটি গেটসাধারণ দর্শকদের জন্য পাঁচটি গেটপ্রবেশকালে পানির বোতল ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। নিরাপত্তার স্বার্থে প্রতিটি গেটে থাকবে চেকিং ব্যবস্থা।🔹 ট্রাফিক ও পার্কিং পরিকল্পনাট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে—৭টি Entry Point,৬টি কার পার্কিং জোন,এবং ৩টি বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে।যাতে অনুষ্ঠানে আগত হাজারো দর্শক ও ট্যুর অপারেটর কোনও অসুবিধার সম্মুখীন না হন।🔹 পর্যটন উন্নয়নে বড় ভূমিকার আশাপর্যটন মন্ত্রী জানান, ফেস্টে আগত ট্যুর অপারেটরদের মাধ্যমে ত্রিপুরার—ঐতিহ্যবাহী সংস্কৃতিপ্রাকৃতিক সৌন্দর্যহেরিটেজ স্থানধর্মীয় পর্যটনঅ্যাডভেঞ্চার পয়েন্ট—এসব দেশ–বিদেশে নতুনভাবে পরিচিত হবে।তিনি আরও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে ত্রিপুরার পর্যটন খাতে ধারাবাহিক পরিবর্তন ও নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। ফলে রাজ্যে আন্তর্জাতিক পর্যটন সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
