“ই-রিক্সার ধাক্কায় মৃত্যু হওয়া দেবল সিনহার দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে চুরাইবাড়ি থানার পুলিশ — খেরেংজুড়ি, বুধবার রাত।”
দ্রুতগতির ই-রিক্সার ধাক্কায় মৃত্যু মাঝবয়সী ব্যক্তির — খেরেংজুড়িতে চাঞ্চল্য
চুরাইবাড়ি | ২৬ নভেম্বরচুরাইবাড়ি থানাধীন আসাম–আগরতলা জাতীয় সড়কের খেরেংজুড়ি এলাকায় দ্রুতগতির ব্যাটারি চালিত ই–রিক্সার ধাক্কায় মৃত্যু হল এক মাঝবয়সী ব্যক্তির। বুধবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দু’দিনের মাথায় ফের দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল খেরেংজুড়িতে।বুধবার রাত সাড়ে আটটা নাগাদ গরুর দুধ বিক্রি করে বাড়ি ফিরছিলেন দেবল সিনহা (৫৫)। বাড়ির কাছাকাছি আসাম–আগরতলা জাতীয় সড়কের খেরেংজুড়ি এলাকায় হঠাৎ বিপরীত দিক থেকে আগর গাছের লগ বোঝাই দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ই–রিক্সা এসে তাকে সজোরে ধাক্কা মারলে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ই–রিক্সাটি তার ওপর দিয়েই চালিয়ে চলে যায়, ফলে মাথা ও শরীরে গুরুতর আঘাত পান তিনি।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্দীপ দেব তাকে মৃত ঘোষণা করেন। মৃত দেবল সিনহা চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর ১ নং ওয়ার্ডের খেরেংজুড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম নিশিকান্ত সিনহা।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ই–রিক্সা চালকের পিছনে ধাওয়া করে। পরে খাদিমপাড়া এলাকায় ই–রিক্সাটি ফেলে রেখে অভিযুক্ত চালক পালিয়ে যায়।খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
