“দীর্ঘদিন পালিয়ে থাকা কুখ্যাত মাদক পাচারকারী বাপি সরকার ও রোমিও সরকারকে গ্রেফতার করেছে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ।”
দীর্ঘদিন পালিয়ে থাকা কুখ্যাত নেশা পাচারকারী বাপি ও রোমিও সরকার গ্রেফতার
আগরতলা,১ ডিসেম্বরঃ দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা কুখ্যাত মাদক পাচারকারী বাপি সরকার ও রোমিও সরকার অবশেষে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের হাতে আটক হয়েছেন। সোমবার দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওসি প্রাজিৎ মালাকার জানান, কিছুদিন আগে গোয়ালাবস্তি এলাকায় এক ড্রাগস বিরোধী অভিযানে ৩ জন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করতে গিয়ে বাপি সরকার ও রোমিও সরকার পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।পরে পুলিশ তাদের বাড়িঘরসহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে। ২৯ নভেম্বর বাপি সরকারকে আগরতলা জিবি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে রোমিও সরকারকেও গ্রেফতার করা হয়।

ধৃত দুই কুখ্যাত মাদক পাচারকারীকে আদালতে রিমান্ডে প্রেরণ করা হয়েছে। বাপি সরকার মাদক পাচারের পাশাপাশি কিডন্যাপ এবং হত্যাসহ আরও তিনটি মামলার সঙ্গে যুক্ত। ধৃত দুই মাদক পাচারকারীর বাড়ি আগরতলা নন্দননগর হরেকৃষ্ণপাড়া এলাকায়।ওসি প্রাজিৎ মালাকার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে যুক্ত আরও অপরাধীদের সনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে। ধৃতদের বিরুদ্ধে U/S 21(b)/27/29/20 B of NDPS Act, 1985 এর ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ আশা প্রকাশ করেছে, এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং আগামি সময়ে মাদক চক্র ভেঙে দেওয়া সম্ভব হবে।
