কুমারঘাটে এনআইএ’র তল্লাশি, নিদেবী এলাকার রানু পালের বাড়ি থেকে মিলল কোটি টাকার লেনদেনের সূত্র!
বুধবার, ১২ নভেম্বর ২০২৫: কুমারঘাটের নিদেবী এলাকায় বুধবার ভোরে তল্লাশি চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র একটি চার সদস্যের বিশেষ দল। অভিযানের লক্ষ্য ছিল এলাকার এক বাসিন্দা রানু পালের বাড়ি, যাঁর ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য মেলে।সূত্রের খবর অনুযায়ী, রানু পালের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে। এনআইএ টিম বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করেছে বলে জানা গেছে।অভিযানের সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা জানান, বুধবার ভোরের দিকে হঠাৎই কালো গাড়িতে এসে এনআইএ টিম তল্লাশি শুরু করে। তদন্তে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে এনআইএ।
