ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত IAS মনোজ কুমার — সরকারি নোটিফিকেশন প্রকাশ
ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার, নিয়োগে সম্মতি দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুনিজস্ব সংবাদদাতা:ত্রিপুরায় নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা মনোজ কুমার। বৃহস্পতিবার (১৫ নভেম্বর ২০২৫) রাজ্য সরকার প্রকাশিত সরকারি নোটিফিকেশনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি পূর্ববর্তী রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী (IAS Retd.)-এর স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, পূর্ববর্তী কমিশনার তাঁর পূর্ণ কার্যকাল সম্পন্ন করেছেন।সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ত্রিপুরা পঞ্চায়েত আইন, ১৯৯৩-এর ধারা ১৭৬ এবং সংশ্লিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে রাজ্য সরকারের সুপারিশে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মনোজ কুমারকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগে সম্মতি প্রদান করেছেন।নোটিফিকেশন অনুযায়ী, নতুন কমিশনারের দায়িত্ব, ক্ষমতা ও শর্তাবলীTripura Panchayats (Constitution of State Panchayat Election Commission) Rules 1993 এবং পরবর্তী সংশোধন অনুযায়ী পরিচালিত হবে।সরকারি আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে—“এই নোটিফিকেশন তৎক্ষণাৎ কার্যকর হবে”।নিয়োগ আদেশে স্বাক্ষর করেছেন—অভিষেক সিংহ, IASরাষ্ট্র সরকারের সচিব, ত্রিপুরা
