“ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত — সুকান্ত একাডেমি, আগরতলা।”
শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫:ত্রিপুরায় সমবায় আন্দোলনের অগ্রগতিকে আরও দৃঢ় ভিত্তি দিতে শুক্রবার আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড (CONFED)-এর বার্ষিক সাধারণ সভা (AGM)। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের বার্ষিক সভাকে ঘিরে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, সমবায় কর্মী, ভোক্তা প্রতিনিধি এবং ফেডারেশনের সদস্যরা।অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব IAS তাপস রায়, ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাস, ফেডারেশনের আধিকারিক ও বিভিন্ন জেলার প্রতিনিধিগণ।সভায় বার্ষিক কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, ভোক্তা পরিষেবা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা প্রয়োগের অগ্রগতি তুলে ধরা হয়।বক্তৃতা রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন—“তৎকালীন সিপিআইএম সরকারের আমলে সমবায় দপ্তর ছিল অচল। কিন্তু বর্তমান সরকারের সময় সমবায় দপ্তর সচল হয়েছে এবং মানুষের স্বার্থে পরিষেবা আরও বিস্তৃত হচ্ছে।”

ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন—“বর্তমান সরকারের উদ্যোগে সমবায় ব্যবস্থায় নতুন দিশা এসেছে। সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”সভায় আগামী বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গৃহীত হয়—আরও ভোক্তা স্টোর চালুডিজিটাল সার্ভিস শক্তিশালী করাসদস্যদের প্রশিক্ষণ কর্মশালাস্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগকৃষি ও গ্রামীণ সমবায় প্রকল্পের সাথে সমন্বয়উপস্থিত অতিথিরা এই সভাকে রাজ্যের সমবায় উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেন।
