আজ সকাল ১০:০৮ মিনিটে বাংলাদেশ–ভারত সীমান্তে ৫.২ মাত্রার ভূমিকম্প—ত্রিপুরা ও উত্তর-পূর্বে অনুভূত কম্পনে আতঙ্ক, তবে বড় ক্ষয়ক্ষতির খবর নেই।
বাংলাদেশ–ভারত সীমান্তে ভূমিকম্প, ত্রিপুরাতেও অনুভূত কম্পন
আজ অর্থাৎ শুক্রবার ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ০৮ মিনিটে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।উপকেন্দ্র ছিল বাংলাদেশের ঘোড়াশাল এলাকা, যা ঢাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।এই ভূমিকম্পের কম্পন ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায়ও অনুভূত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরবর্তী কম্পন (aftershock) হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ।
