“বুধবার আগরতলা প্রেস ক্লাবে বাজাজ ফাইন্যান্সের ‘অর্থসূত্র সংবাদ’ আর্থিক সাক্ষরতা কর্মশালায় বক্তাদের বক্তব্য রাখার মুহূর্ত।”
আগরতলা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫:ত্রিপুরার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে বাজাজ ফাইন্যান্স আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করলো বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মশালা ‘অর্থসূত্র সংবাদ’।ভারতের নন-ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরে সক্রিয় সংস্থা হিসেবে বাজাজ ফাইন্যান্স জানায়— আর্থিক শৃঙ্খলা, ডিজিটাল লেনদেন নিরাপত্তা, অনলাইন প্রতারণা থেকে রক্ষা এবং দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনার বিষয়ে জনগণকে সচেতন করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম উইং-এর অফিসার-ইন-চার্জ শ্রী নন্দদুলাল দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী প্রণব সরকার, যুগ্ম সম্পাদক শ্রী অরিন্দম দে, এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির অতিথি অধ্যাপক ড. প্রিয়াঙ্কা চৌধুরী।বক্তারা সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

সতর্কবার্তায় শ্রী নন্দদুলাল দে বলেন—“অচেনা অ্যাপ (.apk) ডাউনলোড করবেন না এবং অজানা নম্বর দ্বারা পাঠানো কোনো লিঙ্ক ক্লিক করবেন না।”তিনি আরও জানান, সন্দেহজনক বা প্রতারণামূলক লেনদেনের ক্ষেত্রে নাগরিকরা ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।গত সপ্তাহে মধ্য কমপানীবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রায় ১০০ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে এই কর্মসূচির প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়। আজকের আগরতলা প্রেস ক্লাবের কর্মশালাটি সেই ধারাবাহিকতারই অংশ।আর্থিক সঞ্চয়, সঠিক বাজেট তৈরি, ঋণগ্রহণের দায়িত্ব, আর্থিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো কর্মশালায় তুলে ধরা হয়।বাজাজ গ্রুপের মুখপাত্র জানান— আর্থিক জ্ঞান এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধি করে জনগণকে দায়িত্বশীল ও আর্থিকভাবে শক্তিশালী করে তোলা তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।আগামী দিনে ত্রিপুরার আরও বিভিন্ন অঞ্চলে এই সচেতনতা কর্মসূচিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
