
ত্রিপুরা জুড়ে চলা ২৪ ঘণ্টার রাজ্য বনধের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী আগরতলার উত্তর গেট এলাকায় তিপ্রা মথার কর্মীরা পিকেটিংয়ে অংশ নেন। হাতে জাতীয় পতাকা নিয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে সামিল হন।তিপ্রাসা সিভিল সোসাইটির আহ্বানে ডাকা এই বনধে তিপ্রা মথা সক্রিয় ভূমিকা নিচ্ছে বলে জানা গেছে। উত্তর গেট সংলগ্ন এলাকায় সকাল থেকেই তিপ্রা মথার নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং বনধের প্রতি সমর্থন জানিয়ে জনগণের সহযোগিতা কামনা করেন।পিকেটিং চলাকালীন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে।

