
গুজরাটে ঘটল বড় রাজনৈতিক চমক। রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ব্যতীত সমস্ত মন্ত্রীরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন মন্ত্রিসভা পুনর্গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রিসভার ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা— নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন, এবং এই পদত্যাগের পেছনে দলের অভ্যন্তরীণ কৌশল বা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ কতটা ভূমিকা রাখছে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
