হামলার পর ভাঙচুর হওয়া বাড়িতে তদন্তে রাধাপুর থানার পুলিশ ও জিরানিয়ার প্রশাসনিক আধিকারিকরা
খুমুলুঙের জয় কৃষ্ণ কোবরা পাড়ায় বিজেপি কর্মী শহীদ দেববর্মার বাড়িতে দুষ্কৃতীদের ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিবারের অভিযোগ, একদল দুষ্কৃতী হঠাৎ করে বাড়িতে ঢুকে তান্ডব শুরু করে এবং TV, ফ্রিজসহ প্রায় সব আসবাবপত্র ভেঙে তছনছ করে। শহীদ দেববর্মার স্ত্রী জানান, হামলাকারীরা তাঁকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং প্রাণনাশের হুমকিও দেয়।ঘটনার খবর পেয়ে রাধাপুর থানার পুলিশ, জিরানিয়া মহকুমার এসডিপিও এবং পশ্চিম জেলার অ্যাডিশনাল এসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়দের ধারণা, এই হামলার পেছনে রাজনৈতিক শত্রুতা কারণ হতে পারে। সামনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রশাসনিক কর্তারা।
