খাদ্য ও ক্রেতাস্বার্থ দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
খাদ্য ও জনসংভরণ ব্যবস্থার উন্নয়নে রোডম্যাপ তৈরি— সচিবালয়ে বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীআগরতলা: মঙ্গলবার রাজ্য সচিবালয়ে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ সংরক্ষণ বিষয়ক দপ্তরের বর্তমান কার্যপদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনস্বার্থের বিভিন্ন প্রয়োজনীয় ইস্যু নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের নেতৃত্বে ছিলেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী।দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা রাজ্যের জনসংভরণ ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকানগুলির কার্যকারিতা, জিনিসপত্রের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ এবং ক্রেতাদের স্বার্থ রক্ষার বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন। সভায় সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন নতুন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাব তুলেও ধরা হয়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে উপস্থিত আধিকারিকদের স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার উপর জোর দিয়ে বলেন, “খাদ্য ও জনসংভরণ দপ্তরের কার্যকারিতা সরাসরি জনসাধারণের জীবনের সঙ্গে যুক্ত। তাই বাধাহীন সেবা প্রদান এবং স্বচ্ছ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।”সূত্র অনুযায়ী, ভবিষ্যতে জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও মাঠপর্যায়ের বাস্তবচিত্র পর্যালোচনার জন্য বিশেষ মনিটরিং টিম গঠনের সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে।
