“কৈলাসহরে বন্দুকসহ আটক চার যুবককে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে— রবিবার রাত।”
কৈলাসহরে বন্দুকসহ ৪ যুবক আটক, গণধোলাই — তদন্তে পুলিশপ্রতিনিধি, কৈলাসহর:কৈলাসহরের তিলকপুর এলাকায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায়, যখন স্থানীয় বাসিন্দারা চার যুবকের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা অভিযুক্তদের গণধোলাই দেয় বলে অভিযোগ।আটক চার যুবক হলেন— দিলওয়ার হোসেন, আরসাদ আলী, সুহেল মিয়া ও আসরাফ আলি। ঘটনার খবর পেয়ে প্রথমে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা, পরে কৈলাসহর থানার পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করে।

কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, আটক যুবকদের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অস্ত্রগুলো বৈধ নাকি অবৈধ, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পর তিলকপুর এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে চারজনের সন্দেহজনক ঘোরাফেরা নজরে আসতেই তারা আটক করা হয়।পুলিশ সূত্রে খবর— আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

