ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে পতাকা উত্তোলন ও দুধ-বিস্কুট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বনমালীপুরের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।
আগরতলা, ১৯ নভেম্বর: ভারতরত্ন ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রে দিনব্যাপী একগুচ্ছ সামাজিক ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আয়োজন করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। তাঁর নেতৃত্বে বনমালীপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান এবং শিশু ও প্রবীণদের মধ্যে দুধ, বিস্কুট ও চকলেট বিতরণ অনুষ্ঠিত হয়।সকাল ৮:৩০ মিনিটে ভল্কান ক্লাব পয়েন্ট থেকে কর্মসূচির সূচনা হয়। পরবর্তী সময়ে একে একে সাংঘাতি ক্লাব, ভাগবান ঠাকুর চৌমুহানি, লাল বাহাদুর চৌমুহানি, বনমালীপুর দিঘির পার পয়েন্ট এবং লোটাস ক্লাব এরিয়া পয়েন্টে একইভাবে পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কংগ্রেস কর্মী, সমর্থকসহ স্থানীয় বাসিন্দারা। শিশু ও প্রবীণদের হাতে দুধ, বিস্কুট ও চকলেট তুলে দেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। পরে দুপুর ১টায় আশ্রম চৌমুহানি পয়েন্টে মহাপ্রসাদ (খিচুড়ি) বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, “ইন্দিরা গান্ধী ছিলেন শক্তিশালী প্রশাসনিক নেতৃত্বের প্রতীক। জাতীয় স্বার্থে তাঁর আত্মত্যাগ দেশবাসীর চিরস্মরণীয়। তরুণ প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরতেই এই আয়োজন।”সম্পূর্ণ কর্মসূচিকে নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

