সোনামুড়ায় নতুন এসডিএম অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ও উপস্থিত মন্ত্রিমণ্ডলী।
একসাথে ১৮টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বক্সনগর প্রতিনিধি: মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা শাসক অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনী মঞ্চ থেকে একসাথে ১৮টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস সম্পন্ন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। জেলার জনসেবামূলক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন দপ্তরের অধীনে এই প্রকল্পগুলো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, বিধায়ক বিন্দু দেবনাথ, তোফাজ্জল হোসেন, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন—“আজ সিপাহীজলা জেলার উন্নয়ন যাত্রার জন্য অত্যন্ত গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর দিকনির্দেশনায় স্বাস্থ্য ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো। এর ফলে আগামী দিনে মানুষের জীবনমান আরও উন্নত হবে।”তিনি আরও জানান, একসময় গাঁজা চাষ, নেশা ব্যবসা এবং বাল্যবিবাহের মতো অপপ্রথার কারণে সিপাহীজলার বদনাম ছিল। কিন্তু বর্তমান সরকার কর্তৃক কঠোর পদক্ষেপের ফলে আজ জেলা সমৃদ্ধি, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে, যা বিকশিত ত্রিপুরার লক্ষ্যে একটি মাইলফলক।সোনামুড়ার নবনির্মিত মহকুমা শাসকের অফিস ভবনসহ মোট ১৮টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্য দিয়ে জেলায় উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে দাবি প্রশাসনিক মহলের।

