
শনিবার রাজ্যের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ঊনকোটিতে অনুষ্ঠিত হলো “ফিট ইন্ডিয়া স্বচ্ছতা রান ৬.০” কর্মসূচি। ভারত সরকারের ফিট ইন্ডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি, খুমলুঙে। প্রতিষ্ঠানটি ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি (CCRH)-এর অধীনে উত্তর-পূর্ব ভারতে হোমিওপ্যাথির গবেষণায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অফিসার ইনচার্জ ও রিসার্চ অফিসার (সায়েন্টিস্ট–২) ডঃ রতন চন্দ্র শীল, ডঃ অভিজিৎ চাকমা এবং চিকিৎসক ও কর্মীবৃন্দসহ মোট ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল।সকাল থেকে ঊনকোটি পর্যটন এলাকায় শুরু হয় কর্মসূচি। অংশগ্রহণকারীরা পর্যটন এলাকার বিভিন্ন অংশে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চালান এবং এরপর অনুষ্ঠিত হয় ওয়াকিং এক্সারসাইজ, যার মাধ্যমে “ফিট ইন্ডিয়া”–র মূল বার্তা “সুস্থ দেহ, পরিচ্ছন্ন পরিবেশ” সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এ কর্মসূচিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)–এর সদস্যরাও অংশগ্রহণ করেন।
