Oplus_16908288
উত্তর ব্রজপুর এলাকায় এক ব্যক্তির বাইক আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরাদিনের পর দিন বিশালগড় অত্র এলাকায় হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাচ্ছে প্রশাসন ঠুঠু জগন্নাথ। জানা যায় গতকাল রাতে বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় শিমল সিংহা TR01H4718 নাম্বারের সুপার স্প্লেন্ডার বাইকটি আগুন দিয়ে উড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা। পরবর্তী সময়ে বাড়ির সদস্যরা আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণ আনে এতে বস্মীভূত হয়ে যায় বাইকটি। রবিবার সকালে শিমল সিংহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান। তবে ২০১৮ বিধানসভা নির্বাচনে আগেই বিশালগড়ে চলছে নানান হিংসাত্মকর ঘটনা। এখন দেখার বিষয় উক্ত বিষয়ে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।
