
চুরাইবাড়ি | ২ নভেম্বর:অসম-ত্রিপুরা সীমান্ত সংলগ্ন উত্তর জেলায় প্রথমবারের মতো বিপুল পরিমাণ অবৈধ গাঁজা গাছ ধ্বংস করল জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা। রবিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা শাখা, মহকুমা পুলিশ আধিকারিক এবং চুরাইবাড়ি থানার যৌথ অভিযানে বালিছড়া এডিসি ভিলেজের ২নং ওয়ার্ডের কাটুয়াছড়া এলাকার গভীর পাহাড়ে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন প্রায় ৫,০০০ গাঁজার চারা ধ্বংস করা হয়, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। যদিও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা যায়নি, তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজা চাষ ও ব্যবসা চালিয়ে আসছিল একদল স্থানীয় চক্র। এতদিন সেখানে বড় কোনো অভিযান চালানো না হলেও, এদিনের সফল অভিযানে পুলিশের ভূমিকা প্রশংসনীয়।মহকুমা পুলিশ আধিকারিক জানান, গোপন খবরের ভিত্তিতেই এ অভিযান চালানো হয় এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “যেভাবে ওই এলাকায় গাঁজা চাষ চলছে তা পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের জন্যই উদ্বেগজনক। সংশ্লিষ্ট এলাকাটি বনদপ্তরের সংরক্ষিত বনাঞ্চল হওয়ায়, কীভাবে সেখানে গাঁজা চাষ হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

