“ইন্ডিগো পরিষেবায় ব্যাপক বিঘ্ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জরুরি বিবৃতি ও পর্যালোচনা।”
০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার: ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবায় ব্যাপক বিঘ্ন এবং টানা ফ্লাইট বিশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্চা (@RamMNK) গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। যাত্রী ভোগান্তির প্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ফ্লাইট সূচির চলমান অস্থিরতা সমাধানে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান।
মন্ত্রী জানান, ডিজিসিএ-এর ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস (FDTL) সংক্রান্ত নির্দেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের স্বার্থ—বিশেষ করে প্রবীণ নাগরিক, ছাত্রছাত্রী, রোগী এবং জরুরি প্রয়োজনে বিমান পরিষেবার ওপর নির্ভরশীল যাত্রীদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আকাশপথের নিরাপত্তায় কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।

স্বাভাবিক বিমান পরিষেবা দ্রুত ফিরিয়ে আনতে মন্ত্রক ইতিমধ্যেই একাধিক নির্দেশ জারি করেছে। আশা করা হচ্ছে, আগামীকাল থেকেই ফ্লাইট সূচি স্থিতিশীলতায় ফিরতে শুরু করবে এবং আগামী তিন দিনের মধ্যেই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে, এই পরিষেবা ব্যাহত হওয়ার মূল কারণ খতিয়ে দেখতে কেন্দ্র সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিগোর কার্যক্রমে কোথায় ভুল বা দায়িত্বজ্ঞানহীনতা ছিল—তা এই তদন্তে নির্ধারণ করা হবে। ভবিষ্যতে যেন এই ধরনের বিশৃঙ্খলা আর সৃষ্টি না হয় এবং যাত্রীদের ভোগান্তি রোধ করা যায়—সে বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে কমিটি।
