“ইন্ডিগোর ব্যাপক ফ্লাইট বাতিলের পর কলকাতা বিমানবন্দরে ক্ষুব্ধ যাত্রীদের ভিড়।”
৫ ডিসেম্বর ২০২৫বার : শুক্রবার
হঠাৎ করেই আজ বৃহস্পতিবার দেশজুড়ে বড় মাত্রায় ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। সকাল থেকে একের পর এক উড়ান বাতিল হওয়ায় কলকাতা, দিল্লি, মুম্বইসহ বিভিন্ন বিমানবন্দরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেছেন—আগাম কোনও নোটিফিকেশন বা বিকল্প ব্যবস্থা না দেওয়ায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে।কলকাতা বিমানবন্দরে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন, তথ্য কাউন্টারের সামনে ভিড় এবং তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অনেক যাত্রীর অভিযোগ—কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং গেটে এসে জানতে হয়েছে যে ফ্লাইট বাতিল, কিন্তু কোনও কারণ বা সঠিক দিশা দেখানো হয়নি। রিফান্ড বা রি-শিডিউলিং নিয়েও অনেকে অসন্তোষ প্রকাশ করেন।

ইন্ডিগো সূত্রে জানা গেছে, অপারেশনাল জটিলতা এবং ক্রু সংক্রান্ত সমস্যার কারণে জরুরি ভিত্তিতে বহু উড়ান বাতিল করতে হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।এদিকে বহু যাত্রী বলেন, জরুরি ভ্রমণ, ব্যবসা, ভর্তি পরীক্ষা বা চিকিৎসার জন্য যাত্রা করে এমন মানুষ মারাত্মক সমস্যায় পড়েছেন। ফ্লাইট বাতিলের এই আকস্মিক সিদ্ধান্তে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেছে।দেশের বৃহত্তম বিমান সংস্থার এই অবস্থা—কত দ্রুত স্বাভাবিক হবে, এখন তাকিয়ে সবাই।
