কদমতলা কুর্তি বিধানসভায় ১৩৭ পরিবারের যোগদান! বিজেপি ও সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ ৪৫৮ ভোটারের
কদমতলা | ১০ নভেম্বর, সোমবারত্রিপুরার উত্তর জেলার কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ এক বিশাল যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই সভায় বিজেপি ও সিপিএম দল ছেড়ে ১৩৭টি পরিবারে মোট ৪৫৮ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা ও ৬ আগরতলা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দুই নেতা নবাগত কর্মী ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাঁদের স্বাগত জানান।
