
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:”আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস–২০২৫” উপলক্ষে আজ আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়।পদযাত্রাটি পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, সহকারী জেলা শাসক অরূপ দেব, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা।

