
রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যে কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত ব্যাপক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। পাশাপাশি কৃষি বাজারগুলির পরিকাঠামো সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে — জানালেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।আজ (মঙ্গলবার) উদয়পুরে কৃষি ও উদ্যানপালন দপ্তরের জন্য এক ছাদের নিচে বহুতল অফিস ভবন এবং রাজারবাগ প্রাথমিক গ্রামীণ বাজারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, “দূর-দূরান্ত থেকে কৃষকরা কোনো পরামর্শ বা কৃষি উপকরণ সংগ্রহের জন্য এলে তাঁদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই উদয়পুরে কৃষি দপ্তরের জেলাস্তরের সমস্ত শাখাকে এক ছাদের নিচে আনা হয়েছে। এতে কৃষকদের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, কৃষকদের সহায়তা ও বাজার ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্য সরকার ক্রমাগত উদ্যোগ নিচ্ছে। গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষি পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষি উৎপাদনের বিপণন ব্যবস্থাও আধুনিকায়নের পথে এগোচ্ছে রাজ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায়, সঞ্জয় মানিক ত্রিপুরা, পাঠান লাল জমাতিয়া এবং রণজিত দাস প্রমুখ।
