আগরতলায় চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে চলা দশম উত্তর–পূর্বাঞ্চলীয় লিটিল ম্যাগাজিন সম্মেলনের প্রস্তুতি ঘিরে কর্মচাঞ্চল্য।
৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার:আসন্ন ২৬ ডিসেম্বর থেকে আগরতলায় শুরু হতে যাচ্ছে দশম উত্তর–পূর্বাঞ্চলীয় লিটিল ম্যাগাজিন সম্মেলন। চার দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে ২৬ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন স্থান এবং উত্তর–পূর্ব ভারতের নানা প্রান্ত থেকে প্রখ্যাত সাহিত্যিক, সম্পাদক, গবেষক ও লিটিল ম্যাগাজিন কর্মীরা অংশ নেবেন এ বছরের সম্মেলনে।সম্মেলনের উদ্বোধন হবে ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৫টায় আগরতলার পূর্বাঞ্চলীয় সাহিত্য উৎসবের মঞ্চে। সম্পূর্ণ অনুষ্ঠানটি লিটিল ম্যাগাজিন ফোরাম, ত্রিপুরা কর্তৃক আয়োজিত। এবছর আয়োজকদের মূল লক্ষ্য উত্তর–পূর্বের সাহিত্য আন্দোলন, ভাষা, সংস্কৃতি ও লিটিল ম্যাগাজিন চর্চাকে আরও বিস্তৃত পরিসরে উপস্থাপন করা।উদ্বোধনী পর্বের পাশাপাশি প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হবে “উত্তর–পূর্বের লিটিল ম্যাগাজিন আন্দোলন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক বিষয়ে। অংশগ্রহণকারীরা লিটিল ম্যাগাজিনের ভূমিকা, সমাজ–সংস্কৃতির ওপর এর প্রভাব এবং নতুন প্রজন্মের সাহিত্যচর্চায় ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন। পরে সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘টক–স্পেস’ পর্ব, যেখানে ভারতের বিভিন্ন প্রান্তের লিটিল ম্যাগাজিন কর্মীরা তাঁদের অভিজ্ঞতা ও প্রকাশনার পথচলার নানা দিক তুলে ধরবেন। এছাড়া আলোচনায় আসবে ডিজিটাল প্রকাশনা, ই-পত্রিকার বিস্তার এবং আঞ্চলিক সাহিত্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার কৌশল।তৃতীয় দিন ২৮ ডিসেম্বর সকাল থেকে চলবে ওপেন প্ল্যাটফর্ম আলোচনা। থাকছে কবিতা পাঠ, গল্প-আলোচনা, ছোটগল্প পাঠ, নাট্যপাঠ এবং তরুণ লেখকদের উপস্থাপনা। একই দিন সন্ধ্যায় থাকবে সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা।চতুর্থ দিন ২৯ ডিসেম্বর, শনিবার সকাল ১০টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে। আলোচনার বিষয়—“ভারতীয় সাহিত্য: উত্তর–পূর্বের দৃষ্টিকোণ”। সমাপনী দিনের বিশেষ আকর্ষণ প্রখ্যাত সাহিত্যিকদের লিটিল ম্যাগাজিন ইন্ডিয়া প্রকল্প–সংক্রান্ত বক্তৃতা।এছাড়াও থাকবে লিটিল ম্যাগাজিন প্রদর্শনী, বইমেলা ও বিভিন্ন সাংস্কৃতিক পর্ব। চার দিনব্যাপী এই সম্মেলন সাহিত্যপ্রেমী, পাঠক, লেখক ও গবেষকদের জন্য এক গুরুত্বপূর্ণ মেলবন্ধনের ক্ষেত্র তৈরি করবে বলে আশা আয়োজকদের।
