
সূত্রের খবর, আগরতলার সংগীতপ্রেমীদের জন্য আসছে বড় চমক! বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল এবার মঞ্চ মাতাতে আসছেন রাজধানী আগরতলায়। আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত হতে চলেছে ‘Unity Promo Fest 2025’, যেখানে সরাসরি পারফর্ম করবেন এই তারকা শিল্পী।ইভেন্টটি ঘিরে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা সংগীতপ্রেমীদের মধ্যে। জানা গেছে, এই প্রথমবার আগরতলার মাটিতে গান গাইতে চলেছেন জুবিন নটিয়াল। তাঁর জনপ্রিয় হিট গানগুলো— “Raatan Lambiyan”, “Lut Gaye”, “Tujhe Kitna Chahein Aur”— সরাসরি শোনার সুযোগ পেতে মুখিয়ে আছেন দর্শকরা।
বিস্তারিত আপডেট আরও আসছে…….
