
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসে ভরপুর ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন জেমিমা রডরিগস। একের পর এক চোখধাঁধানো শটে তিনি গড়ে তোলেন দুর্দান্ত সেঞ্চুরি। তাঁর ব্যাটে ভর করেই ভারত ৩৩৯ রানের বিশাল পাহাড় গড়ে তোলে।বল হাতে নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরতে দেয়নি ভারতীয় বোলাররা। প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত ৭৮ রানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট পাকা করল ভারতীয় মহিলা বাহিনী।

ম্যাচ শেষে জেমিমা বলেন, “দলকে ফাইনালে তুলতে পারাটা আমার কেরিয়ারের সেরা মুহূর্ত। সবাই একসঙ্গে লড়েছি, এ জয় গোটা ভারতের।”এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এখন নজর শুধুই চূড়ান্ত লড়াইয়ে — বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের পথে এক কদম দূরে টিম ইন্ডিয়া।

