বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ :অরুণাচল প্রদেশের ভারত–চিন সীমান্তবর্তী আঞ্জাও জেলায় আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনসুকিয়ার গেলা পুখুরী এলাকার শ্রমিকদের বহনকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায়।প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে—অসমের অন্তত ২২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। SDRF, পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে তৎপর রয়েছে।শ্রমিকরা কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে যাচ্ছিলেন বলে জানা গেছে। পাহাড়ি রাস্তায় কম দৃশ্যমানতা দুর্ঘটনার কারণ হতে পারে বলে অনুমান।
