
তেলিয়ামুড়া প্রতিনিধি :-মন্ত্রীর বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুরে সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, গামাইবাড়ি স্থিত রাজকুমার চৌধুরীপাড়ায়।সূত্রে জানা গেছে, বন দপ্তরের অধীন ‘রিজার্ভ ফরেস্ট’ এলাকার কিছু জমিতে দীর্ঘদিন ধরে কয়েকটি গৃহহীন পরিবার বসবাস করে আসছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকার দেবদূত ক্লাবের কয়েকজন সদস্য ওই পরিবারের একটির উপর হামলা চালায়। অভিযোগ, ক্লাবের সদস্যরা জোর করে বাড়ি দখল করার চেষ্টা করলে বাধা পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এই ঘটনায় আক্রান্ত পরিবারের মহিলা সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই।এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।

