মুক্তধারা অডিটোরিয়াম হলে আয়োজিত ‘মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার–২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মেয়র দীপক মজুমদার সহ আগরতলা পুর নিগমের কর্পোরেটর ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা।
আগরতলা:৩০ ডিসেম্বর ২০২৫: আগরতলা শহরকে আরও স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আগরতলা পুর নিগমের উদ্যোগে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুর নিগমের অন্তর্গত সমস্ত ক্লাবের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের নাম ছিল “মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার–২০২৬”। মঙ্গলবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শহরের স্বচ্ছতা বজায় রাখতে ক্লাবগুলোর সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। জানানো হয়, নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে ক্লাবগুলোর কাজের মূল্যায়ন করে পুরস্কৃত করা হবে, যাতে স্বচ্ছতা আন্দোলনে আরও উৎসাহ তৈরি হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মাননীয় মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটররা। এছাড়াও বিভিন্ন ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আগরতলা শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
