সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে পাঁচটি থানার যৌথ উদ্যোগে ১২ লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস
সিপাহীজলা, মঙ্গলবার:মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে ইতিহাসের সর্ববৃহৎ গাজাবিরোধী অভিযান পরিচালিত হল মঙ্গলবার। এক দিনে পাঁচটি থানা এলাকার যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে প্রায় ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ। মোট ৫০০-রও অধিক পুলিশ, TSR এবং কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর জওয়ানদের অংশগ্রহণে গড়ে ওঠা এই অভিযানকে সিপাহীজলা জেলা পুলিশ “এ পর্যন্ত সর্বকালের সবচেয়ে বড় অভিযান” বলে দাবি করেছে।সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা চলে এই অপারেশন। বিশালগড়, বিশ্রামগঞ্জ, কলমচৌড়া, সোনামুড়া এবং মেলাঘর থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা অতিরিক্ত বাহিনীর সঙ্গে সামিল হন এই অভিযানে। সকাল সকাল এত বিশাল বাহিনীর উপস্থিতি দেখে হতভম্ব হয়ে পড়ে গাঁজা চাষিরা এবং স্থানীয় বাসিন্দারা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে— চলতি বছর সিপাহীজলাকে সম্পূর্ণ গাঁজামুক্ত করার লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং এই অভিযান তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দুর্গম পাহাড়ি টিলা এলাকায় পৌঁছাতে পুলিশের দল দীর্ঘ পথ হাঁটতে বাধ্য হয়, যাতে লুকিয়ে থাকা বিপুল পরিমাণ গাঁজা গাছ খুঁজে ধ্বংস করা যায়।অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান,“আজকের এই অভিযান সিপাহীজলা জেলার ইতিহাসে সর্ববৃহৎ। আমাদের লক্ষ্য মাদকমুক্ত জেলা গড়ে তোলা, এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”পুলিশের এই উদ্যোগে সাধারণ এবং সচেতন জনগণও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

