আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার বাবুল মিঞা ও তার স্ত্রী—সোনামুড়ায় চাঞ্চল্য
সোনামুড়া থানার পুলিশের জালে আটক হলেন শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা বাবুল মিঞা ও তার স্ত্রী মোরশেদা বেগম। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভোগজুড় এলাকায় তল্লাশি চালায় সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ-এর যৌথ দল। অভিযানের সময় বাবুল মিঞার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।অভিযানের শুরুতে পুলিশকে বাধা দিয়ে ধস্তাধস্তি শুরু করেন বাবুল মিঞা ও তার স্ত্রী। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত দু’জনকেই আটক করা সম্ভব হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।ঘটনা তদন্তে নেমেছে সোনামুড়া থানার পুলিশ। অস্ত্রটি কোথা থেকে এল ও এর পেছনে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
