
আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আসন্ন ধনতেরাস উৎসব উপলক্ষে রাধাকৃষ্ণ জুয়েলারি ঘোষণা করল বিশেষ অফার — “ধনতেরাস ধনবৃদ্ধি”। সোনার ঐতিহ্যে সমৃদ্ধ এই দিনে ক্রেতাদের জন্য থাকছে নানা রকম ছাড় ও আকর্ষণীয় অফার।🎁 অফারের মূল আকর্ষণঃসোনার গয়নায় মেকিং চার্জে বিশেষ ছাড়হীরের গয়নায় ফ্ল্যাট ডিসকাউন্টপ্রতিটি ক্রয়ের সঙ্গে লাকি ড্র কুপন — জিতুন আরও দারুণ পুরস্কার!ধনতেরাসের দিনে বিশেষ পূজিত স্বর্ণমুদ্রা উপহাররাধাকৃষ্ণ জুয়েলারি কর্তৃপক্ষ জানিয়েছেন, “ধনতেরাস মানেই শুভ সূচনা ও সমৃদ্ধির বার্তা। তাই আমরা চাই, প্রতিটি গ্রাহক যেন এই দিনে সোনার মতো উজ্জ্বল ভবিষ্যতের পথে পদার্পণ করেন।”এই অফারটি শুধুমাত্র ধনতেরাস উপলক্ষে সীমিত সময়ের জন্য প্রযোজ্য। তাই তাড়াতাড়ি চলে আসুন আপনার প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারিতে, এবং অংশ নিন “ধনতেরাস ধনবৃদ্ধি”-র সোনালী উৎসবে!
